সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


ডিসেম্বরের মধ্যেই পদোন্নতি পাবেন ২৫টি ক্যাডারের উপসচিবেরা

MD. Sayem Uddin

Updated 24-Dec-03 /   |   স্টাফ রিপোর্টর   Read : 25
সংগৃহীত

চলতি ডিসেম্বর মাসের মধ্যে প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে আজ মঙ্গলবার নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ২৫টি ক্যাডারের উপসচিবদের মধ্যে যারা পদোন্নতির পাওয়ার যোগ্য তাঁদের নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) যারা সদস্য রয়েছেন তাঁরা আমাদের বলেছেন, এই কাজটি আগে ধরে শেষ করুন। আমরা ওটা নিয়েই কাজ করছি। দু–একের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব।’

এপিডি বলেন, ‘তবে যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিং) রয়েছে তাঁরা পদোন্নতি পাবেন না। ১৯৪ জন উপসচিবের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাঁদের আমরা পদোন্নতি দেব। আমরা চেষ্টা করছি, ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।’

অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবেরা নিজেদের বঞ্চিত দাবি করে যুগ্ম সচিব পদে পদোন্নতি দাবি করে আসছেন।