শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


চট্টগ্রামে ইস্কনের নেতা চিন্ময় এর জামিনের তারিখ পরিবর্তন

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-03 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 140
ছবি
ছবি

ইস্কন নেতা চিন্ময়ের বিরুদ্ধে জামিন সংক্রান্ত মামলার শুনানি আজ (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতির কারণে আদালত শুনানির নতুন তারিখ আগামী ২ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া শুনানিতে অংশ নেন। আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, জিপি কাশেম চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ আরও অনেকে।

শুনানি চলাকালে আইনজীবী ঐক্যজোট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশ আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী ঐক্যজোটের সমন্বয়ক অ্যাডভোকেট সামশুল আলম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট জহুরুল আলম।

বক্তারা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর সুষ্ঠু সমাধান ও আইনজীবীদের দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, চিন্ময়ের উস্কানিমূলক বক্তব্য ইসকনের সমর্থকদের সহিংসতায় প্ররোচিত করেছে, যার ফলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

বিক্ষোভকারীরা চিন্ময়ের বিশেষ সুবিধাপ্রাপ্তির সমালোচনা করে আদালতকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরিস্থিতি উত্তপ্ত হলেও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে আইনজীবীদের দাবির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।