কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গ্রামীন জুয়েলার্স স্বত্বাধিকারী মো. জুলহাস উদ্দিন জীবন (৬০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর পোদ্দার মিয়ার ছেলে।
জানা যায়, ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মো. জুলহাস উদ্দিন জীবন মিয়ার আপন ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পারিবারিক শত্রুতার জেরে আচমকা তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জীবন মিয়াকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত (৬ ডিসেম্বর, শুক্রবার) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য বর্নিত ঘটনার পর স্থানীয় জনতা রুবেল মিয়াকে তৎক্ষণাৎ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
এ ঘটনায় জীবন মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে। আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।