সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

MD. Sayem Uddin

Updated 24-Dec-07 /   |   স্টাফ রিপোর্টর   Read : 39
আগুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী রাকিবুল হাসানও দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নতুন মোহনপুর গ্রামে তাঁদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল ওই বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। এতে আগত অতিথিদের জন্য সন্ধ্যা সাতটার দিকে তাসলিমা গ্যাসের চুলায় রান্না করছিলেন। হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাসলিমার শরীর ও পরনের কাপড়ে ধরে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে তাসলিমার স্বামী রাকিবুল হাসানও দগ্ধ হন।

গুরুতর অবস্থায় তাসলিমাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে তাঁর স্বামী রাকিবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাসলিমার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।