চট্টগ্রাম প্রেস ক্লাবের হলরুমে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ৭ ডিসেম্বর সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হারুন। লিখিত বক্তব্য পাঠ করেন তসলিম উদ্দীন সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের প্রাইভেটাইজেশন প্রক্রিয়া বন্ধ, ৪৫০০ শূন্য পদে নিয়োগ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, এবং শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ড নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বন্দরের এন.সি.টি ও সি.সি.টি টার্মিনালের বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, "বন্দরকে বেসরকারীকরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শ্রমিকরা তা মেনে নেবে না। এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।"
আগামী ২২ ডিসেম্বর বন্দর কর্তৃপক্ষ বরাবর মিছিলসহ স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন বক্তারা। চট্টগ্রাম বন্দরের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা তুলে ধরে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।