সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েত থেকে লোন নিয়ে পালানো ১৪২৫ জনের বিরুদ্ধে মামলা

MD. Sayem Uddin

Updated 24-Dec-08 /   |   স্টাফ রিপোর্টর   Read : 37
কুয়েত থেকে লোন নিয়ে পালানো

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত অবস্থায় কেরালা প্রদেশের ৭০০ নার্সসহ মোট ১৪২৫ জন কুয়েতের বিভিন্ন ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে তা পরিশোধ না করেই দেশ ছেড়েছেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার মতো বিভিন্ন দেশে চলে গেছেন।

প্রতিজন ৩৫ থেকে ৪৫ হাজার দিনার (ভারতীয় মুদ্রায় ৯০ লাখ থেকে ১.২৫ কোটি রুপি) ঋণ নিয়েছিলেন। ব্যাংকগুলোর কাছে এ লোনের মোট পরিমাণ প্রায় ৭০০ কোটি রুপি। কুয়েত থেকে পালিয়ে যাওয়ায় কেরালা প্রদেশের কোট্টায়াম এবং এরনাকুলাম জেলায় এ বিষয়ে ৫ নভেম্বর প্রায় ১০টি মামলা করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণগ্রহীতাদের মধ্যে বেশিরভাগই কেরালার নার্স, যারা চাকরির সুবাদে কুয়েতে অবস্থান করছিলেন। এই ঋণ খেলাপির কারণে কুয়েতের ব্যাংকগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

মামলার তদন্তে জানা গেছে, তারা লোন নেওয়ার পরপরই বিভিন্ন দেশে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কুয়েত কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কেরালা সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।