ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘেটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচলে ঝুঁকি থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ভোর ৪টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা দুর্ঘটনা এড়াতে এটি করেছি। এই রুটে ৬টি ফেরি নিয়মিত চলাচল করে।