সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-10 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 277

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।

ছাড়াও আলোচনা সভা শুরুর আগে ওইদিন সকালে দুর্নীতিনবিরোধী র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন পালিত হয়। কর্মসূচিতে বিভন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

দুর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর উপপরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি হলো ফৌজদারি অপরাধ। দুর্নীতি সমাজে বৈষম্য, অস্থিরতা ও রাষ্ট্রের ক্ষতি সাধন করে। অনিয়ম দুর্নীতির কারণে নাগরিক অধিকার লংঙ্ঘিত হয়। তাই বৈষম্যহীন ও সুন্দর দেশ গঠনে দুর্নীতিদমন করতে স্ব-স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা উচিৎ।