নওগাঁর রানীনগর উপজেলার রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের সৌজন্যে পাইপড ওয়াটার এবং ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উক্ত ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাইমেনা শারমিন। উদ্বোধন শেষে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তা জায়েদ আবেদিন বিশ্বাস, রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সোবহান মৃধা, সহকারী শিক্ষক খন্দকার মোঃ সালাউদ্দিন কাজল, সহকারী শিক্ষক অমিত হাসান, সহকারী শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, সহকারী শিক্ষিকা মোছাঃ মোরশেদা বানু ও ফারজানা আফরোজ।
রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জুনাইদ হাসান বলেন, 'আগে স্কুলে তেমন নিরাপদ পানির ব্যবস্থা ছিলো না। এখন ব্র্যাকের এই ওয়াটার সাপ্লাই সিস্টেম নির্মাণ করায় আমরা নিরাপদ পানি পাচ্ছি।'
ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তা জায়েদ আবেদিন বিশ্বাস জানান 'ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় উপজেলায় ইতোমধ্যে ১১ টি স্কুলে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে।' রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুস সোবহান মৃধা ব্র্যাকের এই কর্মসূচিকে সাধুবাদ ও বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।