সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নিহত এক, আহত চার

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-11 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 33

নওগাঁর পোরশা শিশা মাটিন্দর ব্রিজের কাছে বাস দুর্ঘটনায় এক নারী নিহত এবং চার জন যাত্রী আহত হয়েছেন। নিহত নূরবানু(৫৫) উপজেলার আমদা গ্রামের জিল্লু রহমানের স্ত্রী।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রো-ব-১১-৩৬৩০ নং এর একটি যাত্রীবাহি বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ঘটনা স্থলেই নুরবানু (৫৫) নামে এক নারী মারা যান। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আমদা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মৃত শামসুদ্দিনের ছেলে জিল্লু রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজ ছাত্রী মনিরা খাতুন (২১) আহত হোন। এ সংবাদ পাঠানো পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিলো।

পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কতৃপক্ষ জানিয়েছেন 'খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।'