সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা: আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

MD. Sayem Uddin

Updated 24-Dec-11 /   |   স্টাফ রিপোর্টর   Read : 20
রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় হওয়া মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা

রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও গতকাল মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনটি মামলার মধ্যে দুটি রাজবাড়ী সদর থানার এবং একটি গোয়ালন্দ ঘাট থানার। সদর থানার দুই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ (৪৫), সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়া (৪০) ও উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫৫)। গোয়ালন্দ ঘাট থানায় হওয়া মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য ইউনুস মোল্লা (৫০)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজবাড়ী শহরের বড়পুল ও গোয়ালন্দ মোড় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ৬ নম্বর আসামি উপজেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য মো. ইউনুস মোল্লাকে গতকাল গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ বুধবার আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।