সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

MD. Sayem Uddin

Updated 24-Dec-12 /   |   স্টাফ রিপোর্টর   Read : 20
আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না

ঘন কুয়াশার কারণে টানা তৃতীয় দিনের মতো দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল বুধবার রাত তিনটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ আছে। পারাপার ব্যাহত হওয়ায় শীতে দুর্ভোগে পড়েন চালকসহ সংশ্লিষ্ট যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল রাত তিনটার দিকে ভারী কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি শাহ পরান ও এনায়েতপুরী মাঝনদীতে ঘন কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে। পরে বাধ্য হয়ে এটিকে মাঝনদীতে নোঙর করে রাখা হয়। নদীতে ফেরি আটকে যাওয়ার খবরে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় দৌলতদিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষাশহীদ বরকত, ভাষাসৈনিক গোলাম মাওলা, কে–টাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা, বাইগার ও কে–টাইপ (ছোট) ফেরি হাসনা হেনা যানবাহন লোড করে নোঙরে রাখা হয়।

একইভাবে পাটুরিয়া প্রান্তে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী, ইউটিলিটি ফেরি বনলতা ও গৌরী নামক চারটি ফেরি যানবাহন লোড নিয়ে ঘাটেই নোঙর করে থাকতে বাধ্য হয়।

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাট সড়কে যাত্রীবাহী বাসসহ শতাধিক ঢাকাগামী যানবাহন নদী পারাপারের অপেক্ষায় থাকতে বাধ্য হয়। একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বেশ কিছু যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা গেছে।