নওগাঁয় ন্যায্যমূল্যের দোকানে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের গেটের বামপাশে (সিও অফিস) নায্য মূল্যের দোকানে ৬০০ টাকা প্রতি কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়।
গত ২৩ নভেম্বর ন্যায্যমূল্যের এ দোকান চালু করে নওগাঁ সদর উপজেলা প্রশাসন। বাজারের তুলনায় এ দোকানে সাশ্রয়ী মূল্যে আলু, পেঁয়াজ এবং ডিম পাওয়া যাচ্ছে। এ দোকানে গরুর মাংসের পাশাপাশি নতুন আলু ও পেঁয়াজ ৭০ টাকা কেজি এবং ডিম ৪৫ টাকা হালি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে এ দোকান।
ক্রেতারা জানান, বাজারে গরুর মাংস ৬৯০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আধাকেজির নিচে মাংস পাওয়া যায় না। সেখানে ন্যায্যমূল্যের দোকানে ২৫০ গ্রাম পর্যন্ত মাংস কেনা যাচ্ছে। কেজিতে ৯০-১০০ টাকা কমে মাংস পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ বলেন, 'ন্যায্যমূল্যের দোকান চালু হওয়ার পর সুবিধা পাচ্ছেন নিম্নআয়ের মানুষ। আলু, পেঁয়াজ ও ডিমের পাশাপাশি গরুর মাংস বিক্রি হচ্ছে। প্রতি শুক্রবার গরুর মাংস বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি এবং সর্বনিম্ন ২৫০ গ্রাম পর্যন্ত মাংস কিনতে পারবেন। এছাড়াও এ দোকান থেকে সচেতনামূলক কিছু বিষয়ও প্রচার করা হচ্ছে। পলিথিন ব্যবহার নিরুসাহিত করতে বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগে পণ্য বিক্রি হচ্ছে। কেউ চাইলেও পলিথিনে পণ্য বিক্রি করা হবে না।'