সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


পাবনায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

MD. Sayem Uddin

Updated 24-Dec-14 /   |   স্টাফ রিপোর্টর   Read : 20
লাশ

পাবনার চাটমোহরে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজের পর এক মেয়েশিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিখোঁজের পর আজ শনিবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও মেয়েটির স্বজনেরা বলেন, শিশুটি গতকাল সন্ধ্যার পর প্রতিবেশীদের সঙ্গে পাশের গ্রামে ওয়াজ শুনতে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ দুপুরে একটি লিচুবাগানে লোকজন শিশুটির লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।