টাঙ্গাইল ডিবি উত্তরের অভিযানে জেলা ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসান গ্রেপ্তার।
টাঙ্গাইল জেলা ডিবি উত্তর পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের হাজরাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাহিদ হাসান টাঙ্গাইল শহরের ২নং ওয়ার্ডের হাজরাঘাট এলাকার মৃত আব্দুল মান্নানের বড় ছেলে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সিরাজুল হক খান আলমগীরের পৃষ্ঠপোষকতায় একটি শক্তিশালী কিশোর গ্যাং গড়ে তোলেন।
নাহিদ হাসান ২০২০ সালের ৫ মার্চ ডিবি পুলিশের তালিকায় শীর্ষ কিশোর গ্যাং সদস্য হিসেবে চিহ্নিত হন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি জমি দখল, চাঁদাবাজি, এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত। এলাকায় তার তৎপরতা ‘ক্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, নাহিদকে গ্রেপ্তারের পর তাকে ছাড়ানোর জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন।
গ্রেপ্তারের পর তাকে টাঙ্গাইল ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।