নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত অছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিনে ঢেকে থাকা অবস্থায় গলা কাঁটা একটি লাশ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলাও রয়েছে বলে জানা যায়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয় ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।