সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রা: মুখে ব্যান্ডেজ, ক্র্যাচে ভর দিয়েও এসেছেন তাঁরা

MD. Sayem Uddin

Updated 24-Dec-16 /   |   স্টাফ রিপোর্টর   Read : 23
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রায় এসেছিলেন আহতেরাও। আজ সোমবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে শহীদ মিনারে ফিরবে। পরে শহীদ মিনারে সমাবেশ হবে।

এর আগে আজ সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।

শোভাযাত্রায় যোগ দিয়েছে, শিশু, তরুণ, তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ। যোগ দেন আহতেরাও। কেউ এসেছেন সারা মুখে-মাথায় ব্যান্ডেজ নিয়ে। কেউ এসেছেন ভাঙা হাতে প্লাস্টার নিয়ে। কেউবা ক্র্যাচে ভর দিয়ে।

ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, কদমতলী, কলাবাগান, মিরপুর, পল্লবী, উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসাসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার নিয়ে শিক্ষার্থীরা যোগ দেন। পাশাপাশি যোগ দেন গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও।

পরে শহীদ মিনারে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা। দুপুর ১২টার কিছু আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। কয়েক হাজার শিক্ষার্থী এই মিছিলে যোগ দেন। এতে বিভিন্ন প্ল্যাকার্ডে ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, ৭১ এসে ২৪-এ মিশে’ প্রভৃতি লেখা রয়েছে।

মিছিলের সামনে আছেন নারী শিক্ষার্থীরা। এরপর আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা। তারপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

মিছিলে ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘একাত্তরের শহীদেরা, লও লও লও সালাম’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছে।
মিছিলটি শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসবে বলে প্রথম আলোকে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম৷

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সন্ধানী (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ও স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠন বাঁধন। দিনব্যাপী এই আয়োজন চলবে।