সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান

MD. Sayem Uddin

Updated 24-Dec-16 /   |   স্টাফ রিপোর্টর   Read : 22
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। পাকিস্তানের হাইকমিশনার আজ রোববার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে দেখা করে পাকিস্তানের এই আগ্রহের কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই সহকর্মী নিয়ে আজ দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে আসেন। স্বাস্থ্য উপদেষ্টা ও পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের স্বাস্থ্য ও বাণিজ্য বিষয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ওষুধশিল্প অনেক ভালো অবস্থানে আছে। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী।

উল্লেখ্য, বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ। প্রয়োজনীয় ওষুধের প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশেই তৈরি হয়। বাংলাদেশ শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে।