সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

MD. Sayem Uddin

Updated 24-Dec-16 /   |   স্টাফ রিপোর্টর   Read : 21
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু তার সঙ্গে আছেন।

বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা সুস্থ আছেন বলেও জানান শায়রুল কবির খান।