সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-16 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 30

বীর বাঙালির বীরত্বের সাক্ষী হয়ে আছে আমাদের বিজয় দিবস। সারা দেশের মতো নওগাঁতেও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার(১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়া দিনব্যাপী শহীদদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।

 

জানা যায়, স্বাধীনতার পর থেকে এবারই প্রথম ১১টি উপজেলাতেই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। স্টল স্থাপনের মাধ্যমে বিজয় মেলায় স্ব স্ব উপজেলার ইতিহাস ও ঐতিহ্য গুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরা হবে এবং মেলায় বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতে যাত্রাপালাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।