সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া রাতের আধাঁরে অতিতের মতন মাটি বিক্রি শুরু করেছে একটি মহল

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-17 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 36
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে  একটি মহল।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা ধর পাড়া এলাকা থেকে রাতের আঁধারে ১০ থেকে ১৫টি ট্রাক দিয়ে উপরিভাগের (টপসয়েল) মাটি কেটে নিয়ে যাচ্ছে অসাধু মহল। জানতে চাইলে সাইফুল নামে একজন জানান, আমার কাছে অনুমোদন আছে মাটি বিক্রি করার। পুলিশও এই বিষয়ে অবগত আছে আওয়ামী সরকারের আমলে পুলিশ প্রতি ট্রাকে ২০০০,যত ট্রাক মাটি সারা রাত চলে  ওই হিসাবে বডিগার্ড টাকা গ্রহন করতেন,বর্তমানেো কি সেি অনুপতে করে প্রতি রাতে মাটি কাটার কর্মজগ্য চলছে ।এছাড়াও উপজেলার হাইঁদগাও ইউনিয়নে প্রায় প্রতিদিন রাতের আঁধারে রাজঘাটা ব্রীজ এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল।স্থানীয়রা জানান,আওয়ামী সরকার আমলে নেতাকর্মীরা যেমনভাবে মাটি ও বালু বিক্রি করেছে। তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে এখন একটি মহল। এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কার্যকরি ভূমিকা চান তারা।এই বিষয়ে পটিয়া উপজেলা প্রশাসক ফারহানুর রহমান বলেন, আমি সদ্য যোগদান করেছি। ইতিপূর্বে কয়েকটি স্পটে মাটি কাটার খবর শুনেছি। যারা অবৈধভাবে এই মাটি কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।