সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

MD. Sayem Uddin

Updated 24-Dec-19 /   |   স্টাফ রিপোর্টর   Read : 23
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কারখানার ভেতরে থাকা তুলা, বার্লি বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুরে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়তে শুরু করলে ফ্যক্টরিতে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার খবর পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখে তারা চলে যায়। তবে ফ্যাক্টরিটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।