নওগাঁর রাণীনগরে রাস্তার পাশ থেকে হাসান আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকা থেকে ওই মরদেহ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নি-হত হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নি-হতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ হাসান আলী রাণীনগরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের নিচে পরে যায়।
আজ বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচল করার সময় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ হাসান আলীর মরদেহ এবং পরে থাকা মোটরসাইকেল উদ্ধার করে। এরপর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।