সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সাভারে চলন্ত বাসে টাকা-মোবাইল-স্বর্ণালংকার ছিনতাই, আহত ৪

MD. Sayem Uddin

Updated 24-Dec-21 /   |   স্টাফ রিপোর্টর   Read : 16
সাভারে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে। এসময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বাসের যাত্রী হারুন-অর -রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি। এরপরে বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের কয়েকজনকে জিম্মি করে। এসময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। তখন কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।’

ডাকাতদলের অস্ত্রের আঘাতে আহত শামীমের আত্মীয় মিজানুর রহমান বলেন, ‘আমার ভাইরা ভাই ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিলেন। এসময় সাভারের বিপিএটিসি থেকে যাত্রীবেশে থাকা এক দল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে। তখন আমার ভাইরাকে ধারালো অস্ত্র দিয়ে বুকেসহ কয়েক জায়গায় অস্ত্রের আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন হাসপাতালে এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটকে রেখেছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে।