মঙ্গলবার   ডিসেম্বর ২৪ ২০২৪   ১০  পৌষ  ১৪৩১


সোনাগাজীর ওলামাবাজার থেকে কিশোর গ্যাং এর তিন সদস্য আটক, চাকু ও ব্লেড উদ্ধার

Shariful Islam

Updated 24-Dec-24 /   |   সোনাগাজি (ফেনী) প্রতিনিধি   Read : 8

সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার এলাকা হতে ছুরি ও ব্লেড সহ ০৩ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

আটককৃতরা হলেন মোঃ শুক্কুর(১৬), পিতা-মৃত মোঃ হানিফ, মাতা-রাজিয়া বেগম, সাং-চর সাহাভিকারী(মোহাম্মদ আলী মুন্সী বাড়ী), মোঃ হাছান(১৬), পিতা-ইসমাইল হোসেন, মাতা-সবুরা খাতুন, সাং-চর সাহাভিকারী(মোহাম্মদ আলী মুন্সী বাড়ী), জাবেদ হোসেন পাভেল(১৫), পিতা-জাকির হোসেন, মাতা-রুমা আক্তার, সাং-চর সাহাভিকারী(অলি আহাম্মদের নতুন বাড়ী), জমাদার বাজার, ০৫নং চর দরবেশ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।