শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


ঢাকায় বিয়ের দাওয়াতে এসে নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আটক

MD. Sayem Uddin

Updated 24-Dec-24 /   |   স্টাফ রিপোর্টর   Read : 44
আটকের সময় ধারণ করা ভিডিও থেকে নেওয়া।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে  রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন।

আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আদনান জুলাই-আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য-প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়৷  তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা।

এই বিষয়ে আদনানের পরিবার জানায়, আদনান কোমড়ে ব্যাথাজনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন। কোন ছাত্রকে হামলা করেনি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।