বুধবার   ডিসেম্বর ২৫ ২০২৪   ১১  পৌষ  ১৪৩১


মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুক্তিযোদ্ধারা

MD. Sayem Uddin

Updated 24-Dec-24 /   |   স্টাফ রিপোর্টর   Read : 15
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধারা

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। তারা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তা করে মুক্তি যোদ্ধাদের দাবিয়ে রাখতে পারবেনা। তিনি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে বলেন, অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন।

চৌদ্দগ্রাম উপজেলা সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন, সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা কানু ভাইয়ের গায়ে হাত তুলে দেশের সকল মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলবতী নন্দন চৌধুরী,  চৌদ্দগ্রাম উপজেলা সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন  চক্রবর্তী, আবুল হাশেম, আব্দুল বারিক, শাসছুল হক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড পৌরসভার সাবেক কমান্ডার কাজী জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার নিজামুল হক মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার জমির উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন সাবেক কমান্ডার ফারুক, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার ইদ্রিস ভূঁইয়া, আলকরা ইউনিয়নের সাবেক কমান্ডার পেয়ার আহমেদ,উপজেলা শুভপুর ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার গাজী নূর হোসেন প্রমুখ।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পড়িয়ে এলাকা ছাড়া করেছেন একদল দুর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও রোববার (২২ ডিসেম্বর)  রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাঞ্ছিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বয়স ৭৮ বছর। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার জড় উঠে।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে (বীর প্রতীক) লাঞ্ছিতের ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামি। সোমবার (২৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামি কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত জামায়াত সমর্থকেরা হলেন মু. আবুল হাশেম ও মু. অহিদুর রহমান। আবুল হাশেম চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের প্রয়াত আবদুল বারেকের ছেলে এবং অহিদুর একই গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে।