নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি'র সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ডিসেম্বর) বিকেলে সরকারি মোল্লা আজাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা শাখা আয়োজিত সূধী সমাবেশে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার জামায়াতে আমির মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বাংলাদেশ জামায়াত ইসলামি' সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকা সুপ্রিম কোর্ট এর ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো.মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ শাখার পি.এল.সি,এস.এ.ভি.পি ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি এ্যাড.আঃ রাকিব।
রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইন্জিনিয়ারি মো.এনামুল হকসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ' বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে - জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।'
সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।