জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও জামায়াতের ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আগষ্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন। যারা উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে সাবধান হওয়ার আহবান জানান তিনি। জামায়াতে ইসলামী দেশের সকল আলেম ও ওলামায়ে কেরামগণকে ঐক্যবদ্ধ করে এ দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য ওলামায়ে কেরামগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকে রুখবে এমন শক্তি ও সাহস কারো নেই।
আজ (২৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা জামায়াতের ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন এদেশের অনেক আন্দোলনে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। দেশ ও ইসলাম বিরোধী যারা এখনও ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন সাবধান হয়ে যান। বিচারের অথবা পালানোর জন্য প্রস্তুতি নিন। তিনি আরও বলেন, ভারতের অনুগত স্বৈরাচারিণী এদেশের মানুষের উপর চেপে বসেছিল। সে মনে করেছিল কেউ তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না | আমরাসহ দেশের কোন মানুষ কল্পনাও করতে পারেনি তাকে এভাবে পালাতে হবে। এই পরিবর্তনের কলকাঠি নেড়েছেন স্বয়ং মহান আল্লাহ তায়ালা। বিবিসি'র এক অনুসন্ধানে দেখা গেছে দেশের প্রায় ৯৮% মানুষ হাসিনার পতনের আনন্দে রাতের খাবার খেতে ভুলে গিয়েছিল। তিনি আরও বলেন, দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। হাসিনা বেশি দাম্ভিকতা করেছিল। তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি আহবান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের সকল দোসরদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এখনও যারা সরকারের আশেপাশে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এ দেশে আর কোন ফ্যাসিবাদীকে আসতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।
প্রধান আলোচকের আলোচনায় জামায়াতের ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী বলেন, সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে আলেমরাই এদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।
টাঙ্গাইল জেলা জামায়াতের ওলামা বিভাগ শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে এ ওলামা সম্মেলনের আয়োজন করেন।
জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুস সালামের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন। দারসুল কুরআন পেশ করেন বিশেষ অতিথি বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা এএইচএম আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম, ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুুকদার, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখসহ বিভিন্ন উপজেলা আমীর ও ওলামা বিভাগের দায়িত্বশীলবৃন্দ।
সদর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।