সোমবার   অক্টোবর ২৭ ২০২৫   ১২  কার্তিক  ১৪৩২


দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে দুজন ছাড়া সবাই নিহত

MD. Sayem Uddin

Updated 24-Dec-29 /   |   স্টাফ রিপোর্টর   Read : 125
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে দুজন ছাড়া সবাই নিহত।

 

রবিবার দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, জিজু এয়ারের একটি ফ্লাইট রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

জানা গেছে, প্লেনটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত হয়।

দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত নয়। উদ্ধারকাজ চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।

এই ঘটনায় দেশটির বিমানবন্দর কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটেছে। বিমান দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।