কিশোরগঞ্জের সতাল মাড়াই কলের মোড়ে আওলাদ মাড়াই কলের স্বত্বাধিকারী আসাদুজ্জামান খোকন মিয়া ও এলাকাবাসীর সমন্বয়ে প্রতি রবিবার হাটখোলা বাজার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বাজারটি দারিদ্র্য ও নিম্ন আয়ের মানুষের প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়ে শুরু হয়। হাটখোলা বাজারে কাপড়, মেলামাইন, খেলনা, শীতবস্ত্র, ফার্নিচার, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান স্থাপিত হয়েছে। এতে আশপাশের করিমগঞ্জ, নিয়ামতপুর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী ও তাড়াইল উপজেলার মানুষদের জন্য কেনাকাটার সুবিধা তৈরি হয়েছে।
বাজারটি বিশেষভাবে নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে ভূমিকা রাখছে। ক্রেতারা জানিয়েছেন, এখানে তাদের প্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে, যা তাদের জন্য স্বস্তিদায়ক। নারী ক্রেতাদের উপস্থিতি এখানে পুরুষের তুলনায় অনেক বেশি।
এলাকাবাসী হাটখোলা বাজারের সাফল্যের পেছনে আসাদুজ্জামান খোকন মিয়ার অবদানের কথা স্বীকার করেছেন। তার উদ্যোগ ও পরিকল্পনায় এই বাজার এখন স্থানীয়দের মাঝে দারুণ সাড়া ফেলেছে এবং সকল শ্রেণির মানুষদের মিলনমেলায় পরিণত হয়েছে।