রবিবার   এপ্রিল ১৩ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


অনুপ্রবেশের অভিযোগে সিলেটে ভারতীয় নাগরিক আটক

MD. Sayem Uddin

Updated 24-Dec-30 /   |   স্টাফ রিপোর্টর   Read : 57
অনুপ্রবেশের অভিযোগে সিলেটে ভারতীয় নাগরিক আটক।

রোববার (২৯ ডিসেম্বর) আনুমানিক রাত এগারোটায় সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। পরে বিজিবির একটি টহল তাকে আটক করে।

ডাব্বর লাং ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রোববার রাতে সংগ্রামপুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম এডানক পাউডার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মেডিসিন গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।