নাগেশ্বরী উপজেলা নেওয়াশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সুখাতী চাকেরকুটি (ব্যাপারীটারী) গ্রামে শিশু নিখোঁজের ঘটনা ঘটে। ৩০ ডিসেম্বর দুপরে পিতা আমিনুর ইসলাম মাতা জান্নাতুল বেগমের ৭ মাস বয়সের শিশু আদিফা খাতুনকে থাকার ঘরে খাটের উপর ঘুমিয়ে রেখে।
পরে বড় মেয়ে আসফিয়া খাতুন কে গোসল করানোর কাজে ব্যস্ত ছিলো মা। এমন সময় শুইয়ে রাখা আবিদার গ্যাংরানী শব্দের দৌড়ে এসে দেখে মেয়ে আবিদা নেই। বিছানায় মশারী টাঙানো আছে কিন্তু আদিফা খাতুন বিছানায় নেই,বলে মায়ের চিৎকার করে, মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে দুপুর ২ টা থেকে সন্দা ৬ পর্যন্ত কোথাও পাওয়া জায়নি আদিফা কে।
আদিফার বাবা মোঃ আমিনুর ইসলাম জানায়
মাঝে মধ্যে আমার বাড়ীতে অলৌকিক ভাবে বিভিন্ন যায়গায় আগুন লাগতো যার উৎস খুজে পেতাম না।মাঝে মাঝে ট্রাংকের ভিতরে রাখা কাপরে, ঘরের বেরাতে ও চেয়ারে আগুন লাগানোর ঘটনাও ঘটে ।
এ বিষয়ে বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার ফোর্স সহ ঘটনাস্থলে যাই এবং এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে নিশ্চিত করেন।