ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন বাজারে টোটাল গ্যাস ও বসুন্ধরা গ্যাসের সিলিন্ডারে অজ্ঞাত জায়গা থেকে লোকাল গ্যাস ভরে গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে ৮০ টি সিলিন্ডার সহ একটি পিক-আপ আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। টোটাল গ্যাস ও বসুন্ধরা গ্যাস এর সোনাগাজী উপজেলা ডিলার এ হাই এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাই এর লিখিত অভিযোগ এর পরিপ্রেক্ষিতে সোনাপুর বাজার এর হোসেন এন্ড সন্স এর সত্বাধিকারী মাহমুদুল হাসান এর গোডাউনে আন লোড করার সময় মডেল থানা পুলিশ পিক-আপ আটক করে।
মাহমুদুল হাসান দীর্ঘদিন যাবত গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের সাথে জড়িত বলে জানা যায়। সোনাগাজী ও ফেনীর ডিলারদের থেকে টোটাল এবং বসুন্ধরা গ্যাস সিলিন্ডার না এনে অজ্ঞাত জায়গা থেকে লোকাল গ্যাস রিফিল করে এনে ভোক্তাদের সাথে প্রতারণা করে সস্তা গ্যাস সিলিন্ডার বেশী দামে বিক্রি করে আসছেন।
এছাড়াও বেক্সিমকো গ্যাস, ইউনি গ্যাস, ওরিয়ন গ্যাস, বিএম গ্যাস সিলিন্ডারে লোকাল গ্যাস রিফিল করে বিক্রি করে আসছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। ৩০শে ডিসেম্বর সোমবার বিকেলে সোনাপুর বাজার থেকে সিলিন্ডার সহ একটি পিক-আপ আটক করে সোনাগাজী মডেল থানার হেফাজতে রাখা হয় বলে জানা যায়।