শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ইট ভাটায় ২লক্ষ টাকা জরিমানা

Ahasan habib mim

Updated 25-Jan-04 /   |   ঠাকুরগাঁও সদর (ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধি   Read : 71
ইট ভাটায়২ লক্ষ  টাকা জরিমানা

আহসান হাবীব মিম উপজেলা ,ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ফুটানি ইটভাটা নামক একটি ভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় ও ভাটায় কাঠ পুড়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫ ধারায় ২লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা ফুটানি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। সেই সাথে তার ভাটায় বিপুল পরিমান গাছের মুড়া পাওয়া যায়। তাই আইনের ধারায় ভাটার কতৃপক্ষকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।