বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (৬ জানুয়ারি) সোমবার সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে ওয়ার্ড আমীর মাওলানা আরফান উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভুইঁয়া।
উক্ত সমাবেশে বিশেষ মেহমান ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর শুরা ও কর্ম পরিষদ সদস্য ও ওয়ার্ড নায়েবে আমীর মাওলানা আবদুল গফুর, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, হাফেজ সোলাইমান প্রমূখ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।