বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে সোনাগাজী বগাদানা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৬ জানুয়ারি) চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সোনাগাজী সোনাগাজী উপজেলার ০৫ নং বিট ও ০২ নং বগাদানা ইউনিয়নে সোনাগাজী মডেল থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার এসআই বজলুর রহমান খান।
সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দ একটি সুশৃংখল ও শান্তিপূর্ণ অপরাধবিহীন সমাজ গড়তে বিট পুলিশিং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।