শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৬  বৈশাখ  ১৪৩২


ফুলগাজীর মুন্সীরহাটে রেলওয়ে স্টেশনে জামায়াতের কর্মী সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ 

Shariful Islam

Updated 25-Jan-07 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 55

ফুলগাজীর মুন্সীরহাটে রেলওয়ে স্টেশনে জামায়াতের কর্মী সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ করছেন জামায়াতের নেতা কর্মীরা। আগামী ১১ জানুয়ারী বিকেল ৪টায় মুন্সিরহাট ইউনিয়ন ও দরবারপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশ সফল করার লক্ষ্যে ৭ জানুয়ারি উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিনের নেতৃত্বে মুন্সিরহাট ও দরবারপুরের সাধারণ ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। 

প্রচারণায় উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ ছালেহ আহম্মদ পাটোয়ারী, সেক্রেটারী আব্দুল করিম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী কামরুল ইসলাম সহ জামায়াত, রবিউল আলম চৌধুরী রাহাত, যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন জানান কর্মী সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।