বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফেনী জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা আবুল হোসাইন উক্ত কমিটি অনুমোদন করেন।
৯ জানুয়ারি বৃহস্পতিবার ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন আলহাজ্ব হাফেজ মিজানুর রহমান ও সদস্য সচিব হিসেবে রয়েছেন আলহাজ্ব হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।
উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন মাওলানা এমদাদ উল্লাহ, যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান ভূঁইয়া, মাওলানা এরফান উদ্দিন আরমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন,আবু আইয়ুব হেলাল,হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ শহীদুল্লাহ, হাফেজ মাওলানা ক্বারী আরিফ হোসেন, মাওলানা মোঃ আব্দুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা ক্বারী এমদাদুল্লাহ সহ ১৫১ সদস্যের আহবায়ক কমিটি।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কারী সেলিম রেজা জানান, ঘোষিত কমিটি আগামী তিন মাসের মধ্যে ফেনীর সকল উপজেলা ও পৌর কমিটি গঠন করে জেলা সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।