সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ২৯  পৌষ  ১৪৩১


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Romjan Ali

Updated 25-Jan-12 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 16
বৈমম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল
বৈমম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ 

মো: রমজান আলী,বান্দরবান প্রতিনিধি 

 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি, এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে নেতৃত্বদানকারী জনাব আসিফ ইকবালের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও অপবাদ ছড়ানো হচ্ছে।

জনাব আসিফ ইকবাল দীর্ঘদিন ধরে বান্দরবানের সামাজিক উন্নয়ন, সংস্কারমূলক কার্যক্রম, শিক্ষার প্রসার এবং বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের তরুণ সমাজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে তিনি অনেকের প্রেরণার উৎস হয়েছেন। কিন্তু তার এই ইতিবাচক ভূমিকা ও জনপ্রিয়তাকে বিতর্কিত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, জনাব আসিফ ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, যারা এই মিথ্যা অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আমরা সকলের প্রতি আহ্বান জানাই, কোনো ধরনের ভিত্তিহীন তথ্য ও মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার মনোভাব বজায় রাখুন।

জয়তু পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।