সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ৩০  পৌষ  ১৪৩১


বান্দরবানে রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত

Romjan Ali

Updated 25-Jan-13 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 2
বান্দরবানে রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত

 

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 


বান্দরবানে মানবপাচার চক্রের ৫ সদস্য কারাগারে
বান্দরবানের রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তৌফিকুল ইসলামের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে প্রেরিতরা হলেন, বান্দরবান আলীকদম উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) এবং মো. মোরশেদ আলম (৫৭)।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি শনিবার ভোরে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। 

এ সময় মোটা অংকের টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তা করা ৫ বাংলাদেশি মানবপাচারকারী দালালকেও আটক করা হয়। পরে, অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক এবং মানবপাচারের অভিযোগে আটক ৫ বাংলাদেশি দালালের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়। এর পর, আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে , আদালতের নির্দেশে মানবপাচারে অভিযুক্ত ৫ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। একইসাথে, আরও ৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।