বুধবার   জানুয়ারী ১৫ ২০২৫   ২  মাঘ  ১৪৩১


স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Romjan Ali

Updated 25-Jan-15 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 7
হত্যাকারী স্বামী

 

মো : রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো: হায়দার আলী (৩২)। তিনি রাঙামাটির চন্দ্রঘোনা উপজেলার রাইখালী ইউনিয়নের থন্তাকাটা পাড়ার লতিফুর রহমানের ছেলে।

বিচারক একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু’মাস কারাদণ্ডের রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ আগস্ট আসামি কাজল হোসেন তার স্ত্রী রেজিয়া বেগম রুপাকে (২০) বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন।

এর আগে ৭ আগস্ট তার স্ত্রী বাঙ্গালহালিয়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে সেখান থেকে তার স্বামীর সাথে বের হন। পরে রেজিয়া বেগমকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা খোঁজাখুঁজির পর বান্দরবানের গলাচিপা এলাকায় জঙ্গলে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

রেজিয়া বেগমের বাবা মো: নুরুল ইসলাম বান্দরবান সদর থানায় হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী জানিয়েছেন, মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এছাড়া আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দীর্ঘ শুনানির পর অবশেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন।