শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


শিশুর ভুল চোখে অস্ত্রোপচার: অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার

MD. Sayem Uddin

Updated 25-Jan-16 /   |   স্টাফ রিপোর্টর   Read : 70
ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে মঙ্গলবার হাসপাতালে দেড় বছর বয়সী ইরতিজার চিকিৎসা করাতে এসেছিলেন বাবা-মা। 

তবে বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। পরে দুঃখ প্রকাশ করে আবারও বাম চোখে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম।