শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নিজাম হাজারী কে ডাকাত উল্লেখ করে আলাউদ্দিন নাসিমের পোস্ট 

Shariful Islam

Updated 25-Jan-16 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 105

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর এক ফেইসবুক স্টেটাসে নড়েচড়ে বসেছে ফেনীর আওয়ামী রাজনীতি,ধারনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন নাসিম,নিজাম হাজারীর একক আধিপত্য বিস্তার টেন্ডারবাজি,সন্ত্রাসী ধরনের কর্মকান্ড এবং একরাম হত্যা নিয়ে নাসিম চরম ক্ষুব্ধ ছিলেন,সরকার পতনের পর যার দূরত্ব ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাক,কলকাতার একটি ঘটনার প্রেক্ষিতে নাসিম চরম পর্যায়ে মাইন্ড করেছেন,কথিত আছে ০৫ আগষ্টের পর নাসিমের বিরুদ্ধে সকল নিউজ করিয়েছে নিজাম হাজারী,দুদকে অভিযোগ ও দিয়েছেন তার ইন্ধনে,এসব কারনে নিজাম হাজারীর সাথে আলাউদ্দিন নাসিমের দূরত্ব চলছে বেশ কিছুদিন।

 

সূত্র বলছে এ মহুর্তে আলাউদ্দিন নাসিম এবং নিজাম হাজারী দুজন ই কলকাতায় অবস্থান করছেন কিন্তু কেউ কারো সাথে যোগাযোগ রক্ষা করছেননা।