শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


রৌমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত নাতনী

Faridul Islam Surjo

Updated 25-Jan-16 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 116

রৌমারীতে মোটরসাইকেলে পিষ্ট হয়ে মনোয়ারা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তার সাত বছরের নাতনী মোহনা খাতুন। বৃদ্ধা নারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের ভাষা সৈনিক রুস্তম আলী দেওয়ানীর গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা নারী তার নাতনীকে স্কুলে নিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়, ফলে তারা মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মনোয়ারা বেওয়াকে মৃত ঘোষণা করেন এবং মোহনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুতফর রহমান জানান, মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।