শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর ৪র্থ মাহফিলের প্রস্তুতি

Faridul Islam Surjo

Updated 25-Jan-16 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 130

লালমনিরহাটে বহুল প্রতীক্ষিত মিজানুর রহমান আজহারীর ৪র্থ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে আগামী ১৮ জানুয়ারি থেকে মাহফিল শুরু হবে। কমিটির মতে, প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে এই মাহফিলে।

প্রস্ততির অংশ হিসেবে, আয়োজকরা চারটি মাঠ প্রস্তুত করেছে, যা নিশ্চিত করবে সমাগমের সুবিধা এবং নিরাপত্তা। বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এতে লোকজনের মধ্যে মহা উৎসাহ দেখা যাচ্ছে এবং স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগতদের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আয়োজক কমিটির এক সদস্য বলেন, "আমরা আশা করছি এই মাহফিল সবার জন্য একটি স্মরণীয় ও সফল অনুষ্ঠান হবে।"