শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নওগাঁয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-16 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 54

নওগাঁয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবীতে রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার(১৬জানুয়ারি) সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি সাব্বির আনসারী।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন- সংগঠনের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক চয়ন মোল্লা, অর্থ সম্পাদক নিরেন সাহা প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন- বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৩ শতাংশ র্নিধারণ করতে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। কিন্তু তা না করে উল্টো ৩ গুন ভ্যাটের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। সরকার ভ্যাটের হার ৫ শতাংশ হতে এল লাফে বাড়িয়ে ১৫ শতাংশ আরোপ করেছে। এছাড়া আরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক তো বিদ্যমান আছেই। বর্তমানে বর্ধিত ভ্যাট ও শুল্কের চাপে রেস্তোরা ব্যবসা সংকটের মুখে পড়েছে এবং ভোক্তা পর্যায়ে প্রভাব পরছে। তাই অনতিবিলম্বে বর্ধিত ভ্যাট ও এসডি সম্পূর্নরুপে প্রত্যাহারের দাবী জানিয়েছেন তারা।

 

মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মালিক সমিতি একটি স্মারকলিপি প্রদান করেন।