রিয়াজ উদ্দিন মুন্সির হাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ১৯৪০ সালের প্রতিষ্ঠা লগ্ন হতে মতিগঞ্জ অঞ্চলের সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করচে।
এখানে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করচে। গতকিছুদিন পূর্বে এ বিদ্যালয়ের অফিস সহকারী নুর নবীর বিরুদ্ধে ছাত্রী শালীনতাহীনর অভিযোগ উঠেছে। ইতিপূর্বে ও উক্ত অভিযোগে অভিযুক্ত নবী হাইকোর্ট হতে জামিন লাভ করে পূনরায় রাজনৈতিক বল প্রয়োগ ও আদালতের রায় প্রদর্শন করে এ বিদ্যালয়ে পূনরায় অফিস সহকারী পদে কাজ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান' ঘটনায় এলাকার সাংবাদিক, গুনী জন ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে আমি ও আমার বিদ্যালয় নারীর শ্লীলতাহানি বা অবমাননার বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। এ বিদ্যালয়ের সাথে আমাদের অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে। আমরা উক্ত ঘটনায় প্রশাসন কে জানিয়েছি।ভুক্তভোগীদের আইনের আশ্রয়ের পরামর্শ দিয়েছি।
তাদের বিষয়ে আমাদের কোন আপোষ নেই।রাজনৈতিক শক্তি ও অপশক্তি কে ব্যবহার করে আমাদের এই বিদ্যালয়কে বারবার বিভিন্ন ষড়যন্ত্রের বীজ বুনা হচ্ছে। এবার তা সমুলে উৎঘাটন হবে।