শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


মায়ের যুদ্ধে মাসুমার স্বপ্নপূরণ, তবু জাগে শঙ্কা

Ahasan habib mim

Updated 25-Jan-23 /   |   ঠাকুরগাঁও সদর (ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধি   Read : 47
বাসা থেকে তোলা

আহসান হাবীব মিম উপজেলা প্রতিনিধি  ঠাকুরগাঁও: চার বছর বয়সে বাবাকে হারান মাসুমা আক্তার হিরা। উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে পুরো পরিবারটির নির্ভর হয়ে ওঠে তার মায়ের ওপর। মায়ের টিউশনির আয়ে কোনোমতে চলত তাদের পরিবার। নিজের আত্মবিশ্বাস, অভাব-অনটন আর সব দারিদ্র্যকে জয় করে এবার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মাসুমা। এমন খবরে খুশির চেয়ে পরিবারটির পিছে তাড়া করছে পড়াশোনার খরচের চিন্তা।ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামের রহিমা খাতুনের মেয়ে মাসুমা। ৪ বোনের মধ্যে তৃতীয়। পঞ্চগড়ের রহিমুন্নেসা দাখিল মাদ্রাসা থেকে দাখিলে জিপিএ-৫ ও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে এবারে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজ