শুক্রবার   এপ্রিল ১৮ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


জহিরিয়া মসজিদ পরিচালনায় মানবতার দেয়ালে জেলা প্রশাসনেরে একশত কম্বল বিতরণ

Shariful Islam

Updated 25-Jan-25 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 46

ফেনী শহরের জহিরিয়া মসজিদ পরিচালনায় অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সহযোগিতারয় মানবতার দেয়াল কে জহিরিয়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ফেনীর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম একশত পাচটা কম্বল প্রদান করেন।

২৪ জানুয়ারী শুক্রবার জুমার নামাজের পর কম্বল বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিঃ জেলা প্রশাসক (এডিসি জেনারেল) মোঃইসমাইল হোসেন,জহিরিয়া মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এসএসকে রোডস্থ হাজি এন্টারপ্রাইজে স্বত্বাধিকারী ফারুক হারুন পাটোয়ারী,বেস্ট ইন রেস্টুরেন্টের পরিচালক সোহেল সহ মুসল্লীগণ।জহিরিয়া মসজিদ পেশ ইমাম মুফতী ইলিয়াস দোয়া পরিচালনাকরেন।

এবং নামাজের পূর্বে এলাকাবাসী এবং বিত্তবান সকলকে নিজেদের ব্যবহৃত পুরাতন কাপড় এবং নুতন শীত পোষাক ক্রয় করে এখানে দান করার অনুরোধ করেন।